ঈদ উপলক্ষে বান্দরবানে ভিজিএফ কর্মসূচীর উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

NewsDetails_01

VGF, 1 sep-16আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার দুঃস্থ ও গরীব লোকজনের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচী শুরু হয়েছে । ১ সেপ্টেম্বর প্রথমে সদর উপজেলা ও পরে বান্দরবান পৌর এলাকায় চাল বিতরণ কর্মসূচী শুরু হয় । ভিজিএফ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি । এ সময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন ঈদ-উল-আযহা উপলক্ষে
এবার জেলায় ১০ কেজি করে মোট ১২ হাজার দুঃস্থ ও অসহায় লোকজনকে ভিজিএফ কর্মসূচীর আওতায় আনা হয়েছে ।
প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি ৩ সেপ্টেম্বর লামা উপজেলার কুমারী, লামা পৌরসভা, লামা সদর, গজালিয়া ও সরই ইউনিয়নে ভিজিএফ বিতরণ কর্মসূচীতে উপস্থিত থাকার কথা রয়েছে ।

আরও পড়ুন