সেনা সহায়তায় ফিরেছে সাজেকে আটকে পড়া পর্যটকরা

NewsDetails_01

সেনা সহায়তায় নৌকা যোগে ফিরছে সাজেকে আটকে পড়া পর্যটকরা
সাম্প্রতিক টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করেছে খাগড়াছড়ি রিজিয়নের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রোববার দুপরের দিকে বাঘাইহাট বাজার এলাকায় নৌকায় করে এদের পার করানো হয়। টানা বর্ষণের ফলে বাঘাইছড়ির বাঘাইহাট বাজার, মাচালং বাজারসহ সড়কের বিভিন্ন অংশ বন্যার পানিতে তলিয়ে গেলে এসব পর্যটক সাজেকে আটকা পড়ে।
খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, খাগড়াছড়ি-বাঘাইছড়ি সাজেক সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসে মাটি পড়ে ও সড়ক ডুবে যাওয়ায় খাগড়াছড়ির সাথে সাজেক, বাঘাইছড়ি ও লংগদু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় পর্যটন কেন্দ্র সাজেকে সাড়ে চার শতাধিক পর্যটক আটকা পড়ে। আটকে পড়া পর্যটকদের ভোগান্তির কথা চিন্তা করেই খাগড়াছড়ি রিজিয়ন তাদের নৌকায় পার করার ব্যবস্থা করেন।

আরও পড়ুন