বান্দরবানের নতুন বিনোদন কেন্দ্র ‘নীল দিগন্ত’

NewsDetails_01

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক গত শনিবার বিকেলে নতুন এই পর্যটন কেন্দ্রটির উদ্বোধন করেন
বান্দরবান পার্বত্য জেলার বিনোদন কেন্দ্রের তালিকায় যোগ হলো আরো একটি বিনোদন স্পট ‘নীল দিগন্ত’। সারি সারি সবুজ পাহাড় আর পাহাড়ের উপর মেঘের ভেলা ভেসে বেড়ানোর দৃশ্য দেখতে কার না মন চায়। আর এই অপরুপ দৃশ্য দেখতে আপনাকে আসতেই হবে নীল দিগন্তে। যেখানে আকাশের সাথে সারি সারি উঁচু নিচু পাহাড়ের মিতালী, আশে আদিবাসীদের বৈচিত্রময় জীবন-জীবিকা নির্বাহের দৈনন্দিন চিত্র, তাদের সাথে সময় কাটানোর অপূর্ব সুযোগ আপনাকে কাছে টানবে বান্দরবানের থানচি উপজেলার নতুন এই স্পটটি।
বান্দরবানের চিম্বুক পাহাড়ের মনমাতানো এই দৃশ্য, চিম্বুক পাহাড়ে গড়ে উঠা পর্যটনের নতুন নতুন স্থানগুলো ইতিমধ্যে সবার দৃষ্টি কাড়ছে। অনন্য নির্মাণ শৈলীর এসব পর্যটন কেন্দ্রগুলো জেলার বিকাশমান পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করেছে। ‘নীল দিগন্ত’ জেলার পর্যটন শিল্পকে এগিয়ে নিবে এমন মত প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
বিনোদন স্পট ‘নীল দিগন্ত’ থেকে দেখা যাবে এই ধরণের মনোরম দৃশ্য
চিম্বুক পাহাড়ের অন্যতম পর্যটন কেন্দ্র নীলগিরির কাছেই জীবন নগর এলাকা। নীলগিরি থেকে ৪ থেকে ৫ কিলোমিটারের মধ্যে মনোরম পাহাড়ি পরিবেশে গড়ে তোলা হয়েছে ‘নীল দিগন্ত’। জেলা প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে ‘নীল দিগন্ত’ মনোরম পর্যটন কেন্দ্র। চন্দ্র পাহাড়ের কোল ঘেষে গড়ে উঠা নতুন এই পর্যটন কেন্দ্র থেকে দেশের সর্বোচ্চ পর্বত কেউক্রাডং ও তাজিংডং রেঞ্জ দেখা যায়। এছাড়া দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড় শ্রেণি ও বর্ষায় মেঘ-বৃষ্টি আর রোদের মিতালিও চোখে পড়বে এই স্থান থেকে। জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক গত শনিবার বিকেলে নতুন এই পর্যটন কেন্দ্রটির উদ্বোধন করেন পর্যটকদের জন্য।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ জানান, জেলা শহরের বাইরে বিশেষ করে উপজেলায় নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ে তুলতে প্রশাসন উদ্যোগ নিয়েছে।
বিনোদন স্পট ‘নীল দিগন্ত’ থেকে দেখা যাবে জুমের মাচাং ঘর
প্রায় সাড়ে ৩ একর জায়গার উপর পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। এখানে ভিউ পয়েন্ট, হাঁটার পথ, গোলঘর, টিকিট কাউন্টার, ক্যান্টিন ও অনন্য নির্মাণশৈলীর প্রবেশদ্বার রয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে দায়িত্ব পালন করবে ট্যুরিষ্ট পুলিশ। জেলা শহর থেকে জিপ, ট্যাক্সি বা বাসে করে সহজেই এই স্থানটিতে যেতে পারবেন অনাসয়ে। বান্দরবান শহর থেকে মাত্র ৪ হাজার টাকায় জিপ গাড়ি রিজার্ভ করে যেতে পারেন নতুন পর্যটন কেন্দ্রটিতে।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, পর্যটকদের আকৃষ্ট করতে নতুন নতুন পর্যটন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এর অংশ হিসাবে এই পর্যটন কেন্দ্রটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।
প্রসঙ্গত, বান্দরবান জেলা প্রশাসনের পরিচালনায় পর্যটনস্পট গুলো হলো, শৈল প্রপাত, মেঘলা পর্যটন কমপ্লেক্স, নীলাচল, প্রান্তিক লেক,চিম্বুক ও নীল দিগন্ত।

আরও পড়ুন