থানচিতে পর্যটকবাহী নৌ চলাচল চালু

NewsDetails_01

থানচিতে পর্যটকবাহী নৌ চলাচল চালু
টানা বর্ষণের কারনে বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকবাহী নৌ চলাচল সোমবার থেকে বন্ধ থাকলে আজ বুধবার সকাল থেকে সাঙ্গু নদীতে পানি কমে আসার কারনে ফের নৌ চলাচল শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবানের থানচির উপর দিয়ে প্রবাহিত সাঙ্গুনদীতে তিনদিনের টানা বর্ষণের কারনে পানি বৃদ্ধি ও খারাপ আবহাওয়ার কারনে নৌ চলাচল ঝুঁকিপূর্ন হওয়ার কারনে স্থানীয় প্রশাসন থেকে থানচির পর্যটনস্পট তিন্দু,রেমাক্রি, ছোটমদক ও বড়মদক এলাকায় নৌ চলাচল বন্ধ রাখা হয়। গতকাল মধ্যরাত থেকে নদীতে পানি কমতে থাকলে আজ বুধবার থেকে উক্ত নদী পথে ফের নৌ চলাচল শুরু করে।
আমাদের থানচি প্রতিনিধি অনুপম মারমা বলেন, থানচির নদীর পানি কমার কারণে নৌ পথে নৌ চলাচল শুরু হয়েছে তবে দেশের বিভিন্ন স্থান থেকে এখন পর্যটক উপজেলায় আসেনি।
এদিকে এই ব্যাপারে থানচির উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম পাহাড়বার্তাকে বলেন, আমরা বুধবার সকালে সীমিত পরিসরে নৌ চলাচল করতে দিয়েছে তবে দুপুর থেকে পুরোপুরি চালু হবে।

আরও পড়ুন