বান্দরবান পার্বত্য জেলার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি। কক্সবাজার- চট্টগ্রাম সড়কে রামু রাবার বাগান হয়ে মাত্র ১২ কিঃমিঃ এবং কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র ৩০ কিঃ মিঃ এর মধ্যে উপজেলারটির অবস্থান। উপজেলাটির আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, যেন সারি সারি পাহাড় আর সবুজের কার্পেট যেন আপনাকে আমন্ত্রন জানাচ্ছে।
উপবন লেক,নাইক্ষ্যংছড়ি
গয়াল প্রজনন কেন্দ্র,নাইক্ষ্যংছড়ি
কুমির প্রজনন কেন্দ্র,নাইক্ষ্যংছড়ি
চা বাগান,নাইক্ষ্যংছড়ি
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।
Site Powered By DigitB