‘সাকিব-মোস্তাফিজ টেস্ট খেলতে আগ্রহী না’

NewsDetails_01

বাংলাদেশের টেস্টে ক্রিকেটের জন্য নতুন খেলোয়াড়দের নিয়ে ভাবতে হবে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তার মতে, বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানই টেস্ট খেলতে চান না। এছাড়া বাঁ হাতি পেসার মোস্তাফিজের নেই টেস্টে আগ্রহ। রুবেল হোসেন টেস্টের দিকে মনোযোগ দিচ্ছেন না। এমনকি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বাইরে কোন দেশই টেস্ট খেলতে আগ্রহী না বলে উল্লেখ করেন বিসিবি কর্তা।

তিনি বলেন, ‘আমাদের দেশেও বেশ কিছু সিনিয়র ক্রিকেটার আছে, যারাও টেস্ট খেলতে চাচ্ছে না। যেমন-সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজও টেস্ট আগ্রহী না। মুস্তাফিজ বলছে না যে সে টেস্ট খেলবে না। তবে সে টেস্ট ক্রিকেটে এড়িয়ে যেতে চায়। অনেকে টেস্ট ক্রিকেটকে কঠিন মনে করে আর তাই খেলতে চায় না।’

NewsDetails_03

ওয়েস্ট ইন্ডিজ সফরে এক ম্যাচ খেলিয়েই রুবেলকে বাদ দেওয়া হয়েছে। তিনি অভিজ্ঞ ক্রিকেটার। কিন্তু তিনিও নাকি টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহী নন। বাংলাদেশ পেসারকে নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘রুবেলের কাছে এখন টেস্ট ক্রিকেট খুব কঠিন লাগছে। রুবেল অভিজ্ঞ একজন ক্রিকেটার। অনেক দিন খেলছে এ কারণে ওর জন্য টেস্ট কঠিন হতে পারে। আর এ কারণে আমাদের তরুণ প্রজন্মের কিছু ক্রিকেটার খুঁজে বের করতে হবে।’

টেস্টের জন্য মানসম্মত দল তৈরি করা মুখের কথা নয়। সাকিব-তামিম দীর্ঘ দিন টেস্ট খেলেও ব্যর্থতার বৃত্তে আটকে থাকেন। বিষয়টি মানেন বোর্ড সভাপতি। কিন্তু টেস্টে ভালো করতে নতুন দল তৈরিই সমাধান বলে মনে করেন তিনি। বোর্ড সভাপতির মতে, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ছাড়া কোন দেশ টেস্ট ক্রিকেটে আগ্রহী না। এর কারণে দেশের সম্প্রচার মাধ্যম টেস্ট ক্রিকেট দেখাতে চায় না। এটা একটা কারণ।’

বাংলাদেশ তাদের সর্বশেষ দুই টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাজেভাবে হেরেছে। অ্যান্টিগায় প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানে হারের পর জ্যামাইকায় হেরেছে ১৬৬ রানে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে অলআউটের রেকর্ড তো আছেই।

আরও পড়ুন