আমাদের আগামী প্রজন্মকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে হবে: জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক

NewsDetails_01

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক
ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মকে মাদক ও জঙ্গিবাদ থেকে দুরে রাখতে হবে। শুক্রবার বিকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে ৪৭ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ( শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
এসময় তিনি আরো বলেন, ক্রীড়া মানুষের শারীরিক গঠন কে সুরক্ষিত করে। আমাদের সন্তানরা ক্রীড়ার মাধ্যমে যদি তাদের জীবন গঠন করতে পারে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তাদের মাঝে থাকা হতাশা দুর হয়ে যাবে এবং নিজেকে কিভাবে সুসংঘঠিত করা যায় তার চেষ্টা করবে ।
শুক্রবার বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া সমিতি ও বান্দরবান সদর উপজেলা আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়ামে ৪৭ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা (শীতকালীন) ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে এ সময় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা শারমিন আক্তার, বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপ-অধ্যক্ষ সুবর্ণা চৌধুরী,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী,ভাইস চেয়ারম্যান ওয়াই চিং প্রু ,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ছরোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার , বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্পদ বড়ুয়া,রেইছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহ্রী মার্মা,বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশুদ্বান্দ বড়ুয়া, চেমীডলু পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিতোষময় বড়ুয়া, শিক্ষক মো. শহীদুল হক,অংশি প্রু মার্মা,বিরল তংঞ্চঙ্গ্যা মো.তারেকুর রহমান সহ বান্দরবান জেলা সদরের বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিরা ৪৭ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ( শীতকালীন) ক্রীড়া প্রতিযোগিতায় সদর উপজেলা পর্যায়ে ৩৮টি ইভেন্টের প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। ৪৭ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ( শীতকালীন) ক্রীড়া প্রতিযোগিতা বান্দরবান জেলা পর্যায় আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন