বান্দরবানের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা শুরু

NewsDetails_01

বান্দরবানের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
বান্দরবানের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি (পুরুষ) প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে জেলা শহরের রাজার মাঠে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় লামা উপজেলা কোয়ান্টাম ফাউন্ডেশন দল বনাম নাইক্ষ্যংছড়ি উপজেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ০৬-৪২ পয়েন্ট পেয়ে লামার কোয়ান্টাম ফাউন্ডেশন দল নাইক্ষ্যংছড়ি দলকে পরাজিত করে।
পরে সদর উপজেলা কাবাডি দল বনাম আলীকদম উপজেলা কাবাডি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আলীকদম কাবাডি দলকে ১২-৫০ পয়েন্ট পেয়ে সদর উপজেলা কাবাডি দল বিজয়ী হয়।

আরও পড়ুন