হেডম্যান নিয়োগ স্থায়ী ও পদায়নের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

NewsDetails_01

রাঙামাটি জেলা হেডম্যান এসোসিয়েশন এর মানববন্ধন
হেডম্যান নিয়োগ স্থায়ী ও রাজস্বভুক্ত বদলী ও পদায়ন সংক্রান্ত ২০১৭সালে জেলা প্রশাসক সম্মেলন সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান ও মানববন্ধন করেছেন রাঙামাটি জেলা হেডম্যান এসোসিয়েশন।
আজ রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালে জেলা প্রশাসক সম্মেলনে হেডম্যানগনের নিয়োগ স্থায়ী ও রাজস্বভুক্ত করে বদলী ও পদায়ন সংক্রান্ত যে বাস্তব বিবর্জিত সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে, যা হেডম্যানগনের স্বার্থ পরিপন্থী, যা পাবত্য চট্রগ্রামের প্রথা-রীতি ও ঐতিহ্যের সাথে সামঞ্জশ্যপূন্য নয় বিধায় গৃহীত সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে রাঙামাটি জেলা হেডম্যান এসোসিয়েশন এর সভাপতি চিংকিউ রোয়াজা, ক্যারল চাকমা বক্তব্য রাখেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভবতোষ দেওয়ান, কাউখালী উপজেলা চেয়ারম্যান ও হেডম্যান হেডম্যান এসএম চৌধুরী, দীপেন দেওয়ান টিটু। মানবন্ধনে চাকমা সার্কেলের প্রায় ২শজন হেডম্যান ও কার্বারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন