সাইফুল ইসলাম চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

NewsDetails_01

লংগদু উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম
রাঙ্গামাটির লংগদু উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার বিবেচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ শেষে চট্টগ্রাম বিভাগ থেকে তাকে টানা তৃতীয়বারের মত শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। তিনি ২০১৮ সালে লংগদু উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকেই উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষাব্যবস্থা ত্বরান্বিত ও আধুনিকায়ন করতে তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেন। নিয়মিত বিদ্যালয়ের খোঁজ-খবর ছাড়াও তথ্য বোর্ড গঠন,ডিজিটাল ক্লাসের সরাসরি তত্ত্ববধান, আইসিটি শিক্ষকদের মাসিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণসহ বিবিধ কার্যক্রম গ্রহণ করেন।
এর আগে ৭৯টি প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপন করে সারাদেশে অঘোষিতভাবে রাউজান উপজেলাকে শিক্ষায় তথ্যপ্রযুক্তি ব্যবহারে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ২০১৭ সালে শিক্ষা মন্ত্রনালয় এর একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম এর আয়োজনে কক্সবাজার শিক্ষক সন্মেলনে তাঁকে এডুকেশন লিডারশিপ এওয়ার্ড-২০১৭ প্রদান করা হয়। অত্যন্ত মেধাবী ও সৃজনশীল এই কর্মকর্তা রাঙ্গামাটি বেতারে প্রধানমন্ত্রীর দশ উদ্যোগ এর শিক্ষা বিষয়ে এসডিজি-৮, এসডিজি-৪ নিয়ে শিক্ষায় ডিজিটালাইজেশন নিয়ে এবং প্রান্তিক অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন করনীয় শীর্ষক বিষয়ে আলোচনা অনুষ্ঠানেও আলোচক হিসেবে অংশ গ্রহন করেন।

আরও পড়ুন