শিক্ষার্থীদের তথ্য নির্ভর শিক্ষা প্রদান করতে হবে : রাঙামাটির জেলা প্রশাসক

NewsDetails_01

কাপ্তাইয়ে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন রাঙামাটি জেলা প্রশাসক এ.কে.এম মামুনুর রশিদ
বর্তমান সরকারের যেই লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে হলে রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন সহ যাবতীয় উন্নয়নের চেয়ে সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে গুণগত শিক্ষা অর্জন। তাই সকলকে মানসম্মত ও তথ্য নির্ভর যোগ্য আধুনিক শিক্ষা অর্জনের ভুমিকা অতুলনীয়। এই গুনগত শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত করতে সরকার গত ১০বছরে অনেক বিনিয়োগ ও প্রকল্প হাতে নিয়েছে। এর জন্য যুগের সাথে তাল মিলেয়ে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। রাঙামাটির কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী নুরুল হুদা কাদেরী স্মৃতিবৃত্তি পরিষদের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়নে নুরুল হুদা কাদেরী স্মৃতিবৃত্তি ২০১৮ প্রাপ্তদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাঙামাটির জেলা প্রশাসক এ.কে.এম মামুনুর রশিদ।
নুরুল হুদা কাদেরী স্মৃতিবৃত্তি পরিষদের সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে নুরুল হুদা কাদেরী স্মৃতিবৃত্তি প্রাপ্ত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন