শান্তি চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। জেলা পরিষদ মিনি সন্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে বক্তব্যে রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য রেমালিয়ান পাংখোয়া, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ২ ডিসেম্বর পার্বত্য চুক্তির ১৯ তম বর্ষ পূর্তি উপলক্ষে জেলা পরিষদের পক্ষ থেকে বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংবাদ সন্মেলনে পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, পার্বত্য চুক্তির অন্যতম বিষয় ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠন করা হয়েছে। ভূমি কমিশনের কাজ বাস্তবায়নের জন্য প্রক্রিয়া চলছে। বর্তমান সরকারের সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চুক্তির পূর্নাঙ্গভাবে বাস্তবায়ন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন