রাজস্থলীতে শোক দিবস পালিত

NewsDetails_01

রাজস্থলীতে শোক দিবস পালিত
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ ১৫ আগস্ট সকাল ৯ টায় উপজেলা শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে উপজেলা চত্ত¡র থেকে এক শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা বাস ষ্ট্যান্ডের উত্তর-দক্ষিণ দিক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বহী অফিসার মোঃ মুশফিকুর রহমান, প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ এস.এম. মাহাবুব আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লাঅং মারমা। উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা আবু নাঈম ভূইঁয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেব নাথ, কৃষি কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা মহিলা এমপি প্রতিনিধি লংবতি ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান সুশান্ত প্রশাদ তঞ্চগ্যা, উথান মারমা প্রমুখ।
সভায় সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভা শেষে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

আরও পড়ুন