রাঙ্গামাটিতে পাহাড়ি সংস্কৃতি-ঐতিহ্য রক্ষায় মতবিনিময়

NewsDetails_01

রাঙ্গামাটিতে পাহাড়ি সংস্কৃতি-ঐতিহ্য রক্ষায় মতবিনিময়
রাঙ্গামাটিতে ‘জুম্ম সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় ভবিষ্যৎ করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার দুপুরে শহরের কাঠাঁলতলীর নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন’।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুপ্রিয় চাকমা শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনটির উপদেষ্টা ও বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, আইনজীবী চঞ্চু চাকমা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজীব চাকমা।
সভায় পাহাড়িদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং সংরক্ষণ, পুনঃরুদ্ধার ও বিকাশে ভিডিওচিত্র নির্মাণ, সাংস্কৃতিক কর্মকান্ড, নিজস্ব ভাষা, বর্ণমালা ও সাহিত্য বিষয়ক পুস্তক ও সাময়িকী প্রকাশসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। রাঙ্গামাটিতে যে সকল সংগঠন সাংস্কৃতিক অঙ্গণে ভূমিকা রেখে কাজ করে যাচ্ছে এসব কর্মকান্ড বাস্তবায়নে পার্বত্য শান্তিচুক্তির শর্ত মোতাবেক সরকারি সহায়তার দাবিও জানানো হয়।

আরও পড়ুন