রাঙামাটিতে সরস্বতী পুজা উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী হরিনামযজ্ঞ ও মহোৎসব সম্পন্ন

NewsDetails_01

রাঙামাটিতে সরস্বতী পুজা উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী হরিনামযজ্ঞ ও মহোৎসবে জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারসহ অন্যরা
রাঙামাটিতে শ্রী শ্রী সরস্বতী পুজা উপলক্ষে অষ্ট প্রহরব্যাপী হরিনামযজ্ঞ ও মহোৎসব কাঠালতলীস্থ সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মাতৃমন্দির প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার অষ্টপ্রহরব্যাপী হরিনামযজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার,সচেতন নাগরিক কমিটি রাঙামাটি জেলা কমিটির সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রাঙামাটি জেলা কমিটির সভাপতি বিজয় রতন দে।
মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি দীপংকর তালুকদার বলেন,পার্বত্যাঞ্চলে সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার কাজ করে যাচ্ছে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মাতৃমন্দির পরিচালনা কমিটির সভাপতি অজিত দাশ,সাধারন সম্পাদক বিকাশ ধর।
মহোৎসবে অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী নর-নারী উপস্থিত ছিলেন। অষ্টরপ্রহরব্যাপী অনুষ্ঠানে নামসধা পরিবেশন করেন, শ্রী শ্রী নন্দ কিশোর সম্প্রদায়,ভাইবোন সম্প্রদায়, গুরু ভক্তি সম্প্রদায় ও গৌরগতা সম্প্রদায়।

আরও পড়ুন