রাঙামাটিতে মাদক,বাল্যবিবাহ ও দূর্নীতিকে লাল কার্ড

NewsDetails_01

লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে রাঙামাটির শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা লালকার্ড প্রদর্শন করেন
রাঙামাটিতে মাদক,বাল্যবিবাহ ও দূর্নীতিকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে হাজারো শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১০টায় রাঙামাটির শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক,বাল্য বিবাহকে লাল কার্ড ও দেশপ্রেম,মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ এবং মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদরসার্কেল) মো. জাহাঙ্গীর আলম ,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেল, শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মুজিবুর রহমান ও রাঙামাটি স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবছারও সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয় প্রমূখ।
শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকা বাঁচিয়ে আগামী প্রজম্মে সচেতন করার লক্ষে নিয়মিত পড়াশুনা করে নিজেকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মাদক,ইভটিজিং,বাল্য বিবাহ ও দূর্নীতি থেকে দূরে থাকতে ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে ও সময় মত সত্য কথা বলতে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, লাল সবুজ উন্নয়ন সংঘের সামাজিক আন্দোলনটি সত্যি প্রসংশনীয়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী প্রজম্মের ভবিষ্যৎ তাই আজ তোমরা যে শপথ নিয়েছো তা মনে প্রাণে রক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, গত ৮মার্চ ৬মাসের সফরে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা উত্তর প্রান্ত পঞ্চগড় তেতুলিয়া থেকে দেশের দক্ষিণ প্রান্ত কক্সবাজার জেলার টেকনাফ পর্যন্ত টিফিনের জমানো টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষে ভ্রাম্যমান জঙ্গিবাদ,মাদক ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতিমধ্যে সারা দেশ সফর প্রায় শেষ। শনিবারের প্রোগ্রাম ছিল রাঙামাটিতে তার ৬২তম জেলা । সোমবার বান্দরবান কার্যক্রম পরিচালনায় হবে ৬৩তম জেলা। আগামী ৮সেপ্টেম্বর কক্সবাজার জেলার টেকনাফ এ আনুষ্ঠানিক ভাবে কার্যক্রমটি সমাপ্ত হবে।
কাওসার বলেন, এ সংগঠনটি২০১১ সালে তার ছোট বোন ফারজানা আক্তারের সেনা কল্যাণ বৃত্তির টাকা ও এক জোড়া কানের দোল বিক্রির টাকাসহ ও টিফিনের জমানো টাকা দিয়ে কুমিল্লার দাউদকান্দিতে এ সংগঠনের কার্যক্রম শুরু করা হয়।

আরও পড়ুন