রাঙামাটিতে নাগরিক সেবা নিশ্চিত করতে গণশুনানী

NewsDetails_01

রাঙামাটিতে নাগরিক সেবা নিশ্চিত করতে গণশুনানী
রাঙামাটিতে নাগরিক সেবা নিশ্চিত করতে গণশুনানী
রাঙামাটিতে নাগরিক সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন কার্যালয়ে গণশুনানী শুরু হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) চিত্তরঞ্জন পালসহ সুশীল সমাজ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত অভিযোগকারীরা এসময় উপস্থিত ছিলেন। আজকের এ গণশুনানীতে ২৫ জন সেবা প্রত্যাশী অংশ গ্রহণ করে এবং তারা তাদের সেবা পাওয়ার প্রত্যাশা দাবি করেন জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসক এসময় সকলের অভিযোগ আমলে নেন এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, প্রতি বুধবার সকাল ১০টা হতে এ গণশুনানী কার্যক্রম চলবে, জেলার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে এ গণশুনানী অগ্রণী ভূমিকা রাখবে।

আরও পড়ুন