রাঙামাটিতে উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তি বিতরণ

NewsDetails_01

রাঙ্গামাটি জেলার ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান’’ শীর্ষক স্কিমের আওতায় ২০১৭-১৮ অর্থ বছরে নির্বাচিত রাঙ্গামাটি জেলার ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
আজ সোমবার সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বোর্ডের সদস্য (পরিকল্পনা) প্রকাশ কান্তি চৌধুরী, সদস্য (বাস্তবায়ন) হারুনুর রশীদসহ উন্নয়ন বোর্ড কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।
চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, আমাদের পার্বত্য অঞ্চলে আগে কোন উচ্চ শিক্ষা ব্যবস্থা ছিল না, কিন্তু বর্তমানে আমরা উচ্চ শিক্ষা গ্রহণের যথেষ্ঠ সুযোগ সুবিধা পাচ্ছি। তিনি বলেন, ১৯৭৬ সালে এই উন্নয়ন বোর্ড প্রতিষ্টিত হয় এবং প্রতিষ্ঠার পর থেকে এই বৃত্তি প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন