বুদ্ধের অহিংস বাণী আমাদেরকে সত্য সুন্দরের দিকে ধাবিত হতে শেখায় : দীপংকর তালুকদার

NewsDetails_01

কাপ্তাই উপজেলাস্থ রাইখালী ডংনালা বৌদ্ধ বিহারের শুভ কঠিন চীবর দানোৎসবে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার
ভগবান গৌতম বুদ্ধের অহিংস বাণী মানুষকে সত্য এবং সুন্দরের দিকে ধাবিত হতে শেখায়, সঠিক ধর্ম চর্চা মানুষকে অন্ধকার হতে আলোর পানে নিয়ে যায়। আজ বৃহস্পতিবার রাঙামাটির কাপ্তাই উপজেলাস্থ রাইখালী ডংনালা বৌদ্ধ বিহারের শুভ কঠিন চীবর দানোৎসবে প্রধান দায়কের বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার একথা বলেন।
নারানগিরি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মহা সংঘ নায়ক ভদন্ত পঞঞাকুওয়ি মহাথের এর সভাপতিত্বে কঠিন চীবর দানোৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা, কাপ্তাই উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী,কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা।দানোৎসবে বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘ এবং দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন