বাঙ্গালহালিয়াতে ৬ লক্ষ টাকার সেগুন কাঠ আটক করেছেন সেনাবাহিনী

NewsDetails_01

বাঙ্গালহালিয়াতে আটককৃত কাঠ
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় বাঙ্গালহালিয়া ইউনিয়নে নাইক্যছড়া ও কাকড়াছড়ি পাড়াতে টহল দানকালে ৬ লক্ষ টাকার সমপরিমাণ গোল সেগুন কাঠ আটক করেছেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনী।
জানা যায়, আজ বুধবার সকালে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ এমদাদুল হকের নেতৃত্বে সেনা সদস্যরা নাইক্যছড়া ও কাকড়াছড়ি পাড়া এলাকায় টহলদান কালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুইটি স্থানে অবৈধ ভাবে পাচারের উদ্দেশ্যে স্তুপ করে রাখা ১৮০টুকরা, ৫০০ঘঃফুট সেগুন গোলকাঠ আটক করেন। আটককৃত কাঠের বাজার মূল্য ৬ লক্ষ টাকা বলে জানা গেছে। আটককৃত কাঠগুলো পরিবহণযোগে বাঙ্গালহালিয়া বিট কাম ষ্টেশনে হস্তান্তর করা হয়েছে বলে ক্যাম্প কমান্ডার মোঃ এমদাদুল হক জানান।
এদিকে ক্যাম্প কমান্ডার বলেন, ৫ আর.ই ব্যাটালিয়নের জোন কমান্ডারের নেতৃত্বে অবৈধ কাঠ পাচার বন্দের সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

আরও পড়ুন