বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর সেলাই মেশিন পেয়ে খুশি দুই প্রতিবন্ধী

NewsDetails_01

বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়ার প্রতিবন্ধী উখ্যাচিং এর হাতে সেলাই মেশিন তুলে দিচ্ছেন ক্যাম্প কমান্ডার
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়ার বাসিন্দা প্রতিবন্ধী উখ্যাচিং মারমা (৩৪) ও তার শারীরিক প্রতিবন্ধী স্ত্রীকে কাপ্তাই সেনাবাহিনী ৫ আরই ব্যাটালিয়ন এর জনকল্যান মূলক কর্মসুচীর আওতায় সিঙ্গার সেলাই মেশিন হাতে পেয়ে খুবই খুশি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ৩০ আগস্ট সকালে ডাকবাংলা পাড়া নিজ বাড়িতে গিয়ে প্রতিবন্ধী উখ্যাচি মারমা ও শারীরিক প্রতিবন্ধী তার স্ত্রীর হাতে সেলায় মেশিন তুলে দেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়ার ওয়ারেন্ট অফিসার মোঃ এমদাদুল হক। এসময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি পুলক বড়ুয়া, ওয়ারেন্ট অফিসার মোঃ আনিসুর রহমান, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
উখ্যাচিং মারমা ও তার স্ত্রী সেলাই মেশিন হাতে পেয়ে বলেন চোখ দিয়ে সেনাবাহিনীর জন কল্যান মুখি কার্যক্রম চোখে না দেখলেও শুনেছি। আমার দুই চোখ জন্মগত ভাবে অন্ধ এবং আমার স্ত্রী ও শারারিক প্রতিবন্ধী আমাদের সংসারে ৩ বছরের এক কন্যা শিশু রয়েছে। আমি প্রতিদিন ভিক্ষা করি এবং আমার স্ত্রী মাঝে মাঝে দিনমজুর কাজ করে অনেক কষ্টে সংসার চালাতে হয়। সেটি বাংলাদেশ সেনাবাহিনী বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার দেখে আমাদেরকে সেলায় মেশিনটি প্রদান করায় ৫ আর ই ব্যাটালিয়নে সেনাবাহিনীকে ধন্যবাদ জানায়, পাশাপাশি দীর্ঘায়ু কামনা করছি।

আরও পড়ুন