বরকলে ঝড়োবাতাস ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

NewsDetails_01

রাঙ্গামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী বড়হরিণা ইউনিয়নে রোববার সন্ধ্যায় হঠাৎ ঝড়ো বাতাস ও শিলা বৃষ্টিতে মহালছড়ি গ্রামের ১০টি বসতঘর ও শ্রীনগর বাজারের ১১টি দোকান ঘর সম্পুর্ন বিধ্বস্ত হয়েছে। পাকা ধান ও ফলজ বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ইউনিয়নের মেম্বার কল্লোল চাকমা ও শুভরাজ চাকমা জানিয়েছেন।
জানা যায়, গত রোববার সন্ধ্যায় হঠাৎ ঝড়ো বাতাস ও শিলা বৃষ্টি শুরু হওয়ার পরপরই সীমান্তবর্তী বড় হরিণা ইউনিয়নের মহালছড়ি গ্রামের ১০টি বসতঘর ও শ্রীনগর বাজারের ১১টি দোকান ঘর সম্পুর্ন বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। পাশাপাশি ক্ষেতের পাকা ধান ও ফলজ বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খুবই কষ্টে দিনাতিপাত করছে বলে জানিয়েছেন বড়হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভিন জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্থ পরিবারদের তালিকা করার জন্য বলা হয়েছে। তালিকা পাওয়া গেলে ক্ষতিগ্রস্থ পরিবারদের প্রশাসনের পক্ষ থেকে সাহায্য সহযোগীতা করা হবে।

আরও পড়ুন