ধর্ম চর্চা মানুষকে অসাম্প্রদায়িক হতে শেখায় : দীপংকর তালুকদার

NewsDetails_01

কাপ্তাইয়ের শিলছড়ি দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার
সঠিক ধর্ম চর্চা মানুষকে অসাম্প্রদায়িক হতে শেখায়। যুগে যুগে ধর্ম প্রচারকগন মানুষের কল্যানে কাজ করে গেছেন। জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। পার্বত্য চট্টগ্রাম বোর্ডের অর্থায়নে ২৩ লাখ টাকা ব্যয়ে রাঙামাটির কাপ্তাই শিলছড়ি দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার একথা বলেন।
কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ভট্রাচার্যের সভাপতিত্বে সাংবাদিক ঝুলন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংচুই সাইন চৌধুরী, সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য থোয়াই চিং মার্মা, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, ৫ নং ওয়াগ্গা ইউ পি চেয়ারম্যান চিরঞ্জিত তংচংগ্যা, ১ নং চন্দ্রঘোনা ইউ পি চেয়ারম্যান আনোয়ার ইসলাম চৌধুরী বেবী,কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে কাপ্তাই এর বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন