কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী শুরু

NewsDetails_01

কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব রইছউল আলম মন্ডল
দেশের সর্ববৃহৎ কৃত্রিম জলাধার রাঙামাটি কাপ্তাই হ্রদে চলতি মৌসুমে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী শুরু হয়েছে। আজ শনিবার সকালে শহরের কাপ্তাই হ্রদের বিএফডিসি ঘাটে পোনা অবমুক্তিকরণ কর্মসূচীর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব রইছউল আলম মন্ডল।
রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামনুর রশিদ এর সভাপতিত্বে পোনা অবমুক্তকরণ কর্মসুচী উপলক্ষ্যে বিএফডিসি চত্বরে আয়োজিত আলোচনা সভায় মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ, ডিজিএফআই রাঙামাটি অধিনায়ক কর্ণেল সামশুল আলম, মৎস্য ব্যবসায়ী মুজিবুর রহমান বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিএফডিসি, রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব রইছউল আলম মন্ডল বলেন, কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনার নানা অন্তরায় থাকা স্বত্বেও মাছ আহরণ, উৎপাদন এবং অর্থনৈতিক যে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে, এটা যেমন প্রশংসার দাবিদার, তেমন ইতিবাচক দিকও। কাপ্তাই হ্রদ দেশের সম্পদ। এটিকে সঠিক রক্ষনাবেক্ষনের দায়িত্ব আমাদের সকলের। তা নাহলে, মাছ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কাপ্তাই হ্রদে বিপর্যয় নেমে আসবে।
বিশেষ অতিথি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ বলেন, কাপ্তাই হ্রদকে ঘিরে মাছ উৎপাদন ছাড়াও বহুমুখি উন্নয়নের জন্য সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। মাছ ধরা বন্ধে ভুক্তভোগীদের জন্য ভিজিএফ কার্ড প্রদানেরও চেষ্টা চলছে।
বিএফডিসি, রাঙ্গামাটি কেন্দ্র সুত্রে জানা গেছে, চলতি মাছ ধরা বন্ধ মৌসুমে কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে ২২ মেট্টিকটন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে।

আরও পড়ুন