কাপ্তাই মুরালী পাড়া ক্ষতিগ্রস্তদের পাশে প্রবাসীরা

NewsDetails_01

ক্ষতিগ্রস্ত ও নিহত পরিবারের সদস্যদের পাশে আগত অতিথিবৃন্দ
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের মুরালী পাড়ায় পাহাড় ও ভূমি ধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিভিন্ন পরিবারের প্রবাসে থাকা সন্তানেরা। পাহাড় ধসের ঘটনায় কাপ্তাই উপজেলায় গত ১৩ জুন সর্বমোট ১৮জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছিল অনেকেই। একই পরিবারেরও অনেকে মাটি চাপায় নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে মুরালি পাড়ায় একই পরিবারের ৩ জন সহ নিহত হয়েছে ৬ জন। স্থানীয় এলাকার যারা প্রবাসে থাকেন তাদের পক্ষ হতে আজ শনিবার ওয়াগ্গা মুরালি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে মাটি চাপায় নিহত হওয়া ৬ পরিবারের সদস্যের মাঝে ৫হাজার ও প্রবল বর্ষণে সর্বস্ব হারানো ৭ পরিবারের মাঝে ৩ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
স্থানীয় মুরালীপাড়া ইউপি সদস্য অংচাইপ্রু মারমা, মুরালি পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপস্হিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রবাসিদের পক্ষে এই অর্থ বিতরন করেন।

আরও পড়ুন