কাপ্তাইয়ে ৯০০ পরিবারের হাতে কারিতাসের নন ফুড আইটেম

NewsDetails_01

কাপ্তাইয়ে কারিতাস এর নন ফুড আইটেম প্রদান
কারিতাস বাংলাদেশ-চট্টগ্রাম অঞ্চল রাঙামাটির কাপ্তাই উপজেলায় অতি বর্ষণ ও পাহাড় ধসে আহত, ক্ষতিগ্রস্ত, নিহত ও আশ্রিত প্রায় ৯০০ পরিবারের মাঝে ২৬ ধরনের নন ফুড আইটেম রিলিফ বিতরন করেন।
আজ শনিবার কাপ্তাই উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম,কারিতাস বাংলাদেশের সহকারী নির্বাহী পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও, কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক জেমস্ গমেজ, কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী (বেবী), রাইখালী ইউপি চেয়ারম্যান বাবু সায়ামং মারমা, চিৎমরম ইউপি চেয়ারম্যান খাইসা অং মারমা, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই আইটেম তুলে দেন। এই সময় বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।।

আরও পড়ুন