কাপ্তাইয়ে হাতির আক্রমনে ২ জন আহত

NewsDetails_01

বন্য হাতির আক্রমনে ফের রাঙামাটির কাপ্তাই নেভী সড়কে আহত হলেন দুই জন। আহতরা হলেন, শ্রমিক ইব্রাহিম খলিল এবং অজ্ঞাত নামা একজন পাগল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে আটটায় কাপ্তাই নেভী সড়কে একদল বন্য হাতির মুখোমুখি হয় আর্মি সাপ্লাই বিভাগের বেসামরিক শ্রমিক ইব্রাহিম খলিল(৪৮) এবং অজ্ঞাত নামা একজন পাগল। হাতির দল দুই জনকে গুরুতর ভাবে আঘাত করে পার্শ্ববর্তী জঙ্গলে চলে যায়। আহত অবস্থায় স্থানীয় নৌ বাহিনীর সদস্যরা তাদেরকে নেভী হাসপাতালে নিয়ে আসলে গুরুতর আহত ইব্রাহিম খলিলকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম সিএমএস হাসপাতালে পাঠানো হয়। চলতি মাসের শুরুতে এই সড়কে দুইজন ব্যবসায়ী হাতির আক্রমনে গুরুতর আহত হন।
কাপ্তাই নৌ বাহিনীর স্কুলের প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম জানান বন জঙ্গলে খাবার না পেয়ে বন্য হাতি এখন প্রায়ই নেভী আবাসিক এলাকায় চলে আসে।

আরও পড়ুন