কাপ্তাইয়ে সন্ত্রাস বিরোধী মত বিনিময় সভা

NewsDetails_01

কাপ্তাই ১৯ বিজিবির আয়োজনে জঙ্গীবাদ, মাদক এবং সন্ত্রাস বিরোধী মত বিনিময় সভা
রাঙামাটির কাপ্তাই ওয়াগ্গা ১৯ বিজিবির আয়োজনে জঙ্গীবাদ, সন্ত্রাস এবং মাদক বিরোধী বিষয়ক এক মতবিনিময় সভা আজ বুধবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন স্বরের জনগন এই মতবিনিময় সভায় উপস্থিত থেকে জঙ্গীবাদ, সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন। বিজিবির রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল পাভেল আকরাম মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ১৯ বিজিবির অধিনায়ক লে: কর্নেল শহীদুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহল আমিন, উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাস এবং মাদক গ্রহন কোনভাবে সমাজের উপকার বয়ে আনে না। যারা এই পথ অবলম্বন করেন অতিতের মতো তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। আমরা সকলে মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি।

আরও পড়ুন