কাপ্তাইয়ে অবৈধ অস্ত্র উদ্ধার

NewsDetails_01

কাপ্তাইয়ে উদ্ধারকৃত অবৈধ অস্ত্র
রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ১৯ বিজিবির অভিযানে আজ ভোররাতে কাপ্তাই এর রাইখালির নারানগিরি খালের মুখ এলাকায় বাঁশের ঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১ টি পাইপগান,১ টি এলজি, ২ টি এলজি কার্তুজ, ২ কেজি পাউডার এবং ৩ টি সন্দেহভাজন পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলামের নেত্বত্বে বিজিবির সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানে অংশ নেন। এদিকে উদ্ধারকৃত অস্ত্র ওয়াগ্গা বিজিবি সদর দপ্তরে নিয়ে এনে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করা হয়। এসময় বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ,৩ নং চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা উপস্থিত ছিলেন।
বিজিবি অধিনায়ক সাংবাদিকদের জানান, পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য একটি মহল অবৈধ অস্ত্র মজুদ করছে। উদ্ধারকৃত অস্ত্র চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন