ইকোসেফ প্রকল্পের আওতায় কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অর্থ বিতরণ

NewsDetails_01

ইকোসেফ প্রকল্পের আওতায় কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অর্থ বিতরণ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে ইকোনেমিক সিকিউরিটি( ইকোসেফ) প্রকল্পের অধীনে আজ বুধবার কাপ্তাই এর ১৭০ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে জনপ্রতি ৩০ হাজার টাকা করে নগদ চেক বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলা শাখার সহ সভাপতি সাংবাদিক সুনীল কান্তি দে’ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা শাখার জুনিয়র সহকারী পরিচালক মো: নুরুল করিমের সঞ্চালনায় চেক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এবং আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং চিং মার্মা, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম,জেলা রেড ক্রিসেন্ট এর সদস্য মঈন উদ্দীন সেলিম।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি একটি সেবা মূলক প্রতিষ্ঠান, যে কোন প্রাকৃতিক ও মানব সৃষ্ট বিপর্যয়ের ফলে মানুষের মৃত্যু, আহত ও দিশেহারা হওয়ার মতো বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হয়, তখনই রেডক্রস বা রেড ক্রিসেন্ট তাদের মানবিক সাহায্য নিয়ে সেখানে ছুটে যায়। একইভাবে ইকোসেফ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আর্ন্তজাতিক রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট (আসিআরসি) সোসাইটি তিন পার্বত্য জেলার হত দরিদ্র মানুষদের সাহাযার্থে এগিয়ে এসেছে।

আরও পড়ুন