রাঙামাটির কুতুকছড়ি এলাকা থেকে অপহৃত হিল ইউমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণের ঘটনায় মঙ্গলবার রাতে রাঙামাটি কোতোয়ালী থানায় ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অপহৃত দয়াসোনা চাকমার বাবা বৃষধন চাকমা। এ অপহরণ মামলায় নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা ও গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা, শ্যামল কান্তি চাকমাসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া। উল্লেখ্য,গত রোববার রাঙামাটির সদর উপজেলার কুতুকছড়ি উপর পাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় ইউপিএফের সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্ম সিং চাকমা গুলিবিদ্ধ হন। এসময় দুর্বৃত্তরা একটি মেসে বাড়ীতে অগ্নি সংযোগ করে দিয়ে অস্ত্রের মুখে হিল ইউমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মন্টি চাকমা ও জেলা শাখার সাধারন সম্পাদক দয়াসোনা চাকমাকে অপহরণ করে।
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।
Site Powered By DigitB