রাজস্থলীর বাঙ্গালহালিয়া দক্ষিণেশ্বর কালী মন্দিরে মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞ

NewsDetails_01

বাঙ্গালহালিয়া দক্ষিণেশ্বর কালী মন্দিরে মহানামযজ্ঞের একাংশ
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া বাজারে শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরে ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মহোৎসব পরিচালনা কমিটি ও নব উদ্যোগের আয়োজনে মহানামযজ্ঞ উপলক্ষে ৮ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মহোৎসব উদ্যাপন পরিষদের উদ্যোগে এক মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ফনিন্দ্র লাল দত্ত। অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী থোয়াইসুইখই মারমা। প্রধান ধর্মীয় বক্তা ছিলেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ সনাতন ঋষি মহারাজ, বিশেষ ধর্মীয় বক্তা ছিলেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ অভোদানন্দ ব্রহ্মচারী মহারাজ, সম্মানিত অথিতি ছিলেন ৩নং বাঙ্গালহালিয়া ইউ.পি চেয়ারম্যান ঞোমং মারমা, ইউ.পি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী মহিলা সদস্যা মাথুই মারমা, রাজস্থলী হরিমন্দির পরিচালনা কমিটির সভাপতি শম্বু বর্ণিক। মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুন সেন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ চৌধুরী, প্রবীর দত্ত, শিমুল দাশ, রিটন দত্ত, সুমন সেন, ছোটন চৌধুরী প্রমুখ। মহোৎসবে হরিনাম পরিবেশন করেন শ্রী শ্রী নিত্যানন্দ সম্প্রদায়, শ্রী শ্রী নবগোপাল সম্প্রদায়, শ্রী শ্রী বন্ধু সুন্দর সম্প্রদায় , শ্রী শ্রী গুরু ব্রজবাসী সম্প্রদায়। মহোৎসবে ভক্তদের মাঝে আনন্দ বাজারের মহাপ্রসাদ বিতরণ করা হয়।

আরও পড়ুন