রাজস্থলীর বাঙ্গালহালিয়া শিব মন্দিরে গীতা স্কুল উদ্বোধন

NewsDetails_01

বাঙ্গালহালিয়া শিব মন্দিরে গীতা স্কুল উদ্বোধন করছেন শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শ্রী শ্রী শিব মন্দিরে গীতা স্কুল উদ্বোধন করেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ।
শুক্রবার সকাল ১০টায় বাঙ্গালহালিয়া শিব কল্পতরু বৈদান্তিক গীতা বিদ্যাপীঠ শুভ উদ্বোধন শেষে ধর্মীয় সম্মেলোন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির পলাশ সেন। প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট রাঙামাটি আঞ্চলিক কার্যলয়ের সহকারি পরিচালক লিটন চন্দ্র সরকার। প্রধান ধর্মীয় বক্তা ছিলেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজ, বিশেষ অতিথি ছিলেন ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, অনুষ্ঠান পরিচালনা করেন অঞ্জন দাশ। সম্মেলনের পূর্বে আগত অতিথিদের শ্রী শ্রী গীতা উপহার দেন শিব কল্পতরু বৈদান্তিক গীতা বিদ্যাপীঠের সভাপতি শিবু কান্তি ধর।

আরও পড়ুন