রাঙামাটির শ্রেষ্ঠ শিক্ষক হাসান উদ্দিন

NewsDetails_01

শিক্ষক হাসান উদ্দিন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ২০১৭ সালের শ্রেষ্ঠ শিক্ষক বাছাই প্রতিযোগিতায় রাঙামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সদর উপজেলার বালুখালী বটতলী সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক মো: হাসান উদ্দিন।
প্রাথমিক শিক্ষা বিভাগের চাকুরিতে ২০০৬ সালে যোগদানের আগে তিনি রাঙামাটির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লেকার্স পাবলিক স্কুল ও কলেজে ছয় বছর শিক্ষকতা করেছেন। তিনি রাঙামাটি জেলা আম্পায়ার্স ও স্কোর্রাস এসোসিয়েশানের সাবেক সভাপতি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন বি গ্রেডের আম্পায়ার। হাসান উদ্দিন রাঙামাটি জেলার প্রাক্তন কৃতি বিতার্কিক ও উপজেলা স্কাউটস এর নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ পদে বর্তমানে দায়িত্ব পালন করছেন। এছাড়া রাঙামাটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সাথেও তিনি সম্পৃক্ত আছেন। তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনে রাঙামাটি জেলার প্রতিনিধিত্ব করবেন।

আরও পড়ুন