রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে গৃহবধূর মৃত্যু

NewsDetails_01

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় বন্য হাতির আক্রমণে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার ভাসাইন্যদম ইউনিয়নের খাগড়াছড়ি গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে লংগদু থানা এসআই মো. দুলাল জানান। মৃত করুণা চাকমা (৩২) ওই গ্রামের নন্দ কুমার চাকমার স্ত্রী।
নন্দ কুমার বলেন, “শুক্রবার রাতে আমরা ঘরে ঘুমিয়েছিলাম। ভোর রাতে হঠাৎ একটি বন্য হাতি বসত ঘর ভাংচুর করা শুরু করে। “এ সময় আমরা বাঁচার জন্য পালানোর চেষ্টা করি। আমি পালাতে পারলেও আমরা স্ত্রী হাতির সামনে পড়ে মারাত্মকভাবে আহত হয়।” তাকে উদ্ধার করে শনিবার সকালে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফকরুল হাসান মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এসআই দুলাল।

আরও পড়ুন