রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে এক ঠিকাদার কারাগারে

NewsDetails_01

%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে উদয় শংকর (৬০) নামে এক ঠিকাদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকন উদ্দীন কবির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২৮ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাঙামাটি শাখার উপ-সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম জানান, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গ্রামীণ উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে প্রকৌশলী (সওজ) জিয়াউল হক দুলাল, সহকারী প্রকৌশলী (সওজ) রাশেদুজ্জামান ও ঠিকাদার উদয় শংকরের বিরুদ্ধে চলতি বছরের ৮ মার্চ বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করে দুদক।
এ মামলার প্রধান দুই আসামি জিয়াউল হক ও রাশেদুজ্জামান জামিন পেলেও উদয় শংকর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন