রাঙামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

NewsDetails_01

রাঙামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথ উদ্যেগে বৃহস্পতিবার সকাল ৯ টায় রাঙামাটি পৌরসভা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে’র সভাপতিত্বে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস বিষয়ক আলোচেনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙাাটি জেলা প্রশাসন মোহাম্মদ মানজারুল মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন শহীদ তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম ও অতিরিক্ত পুুলিশ সুপার মো: জাহাঙ্গীর । সভায় বক্তারা বলেন, এবারের জাতীয় স্যানিটেশন মাসের প্রতিপাদ্য বিষয় পয়: বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভাবনা। বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য বিষয়- পরিস্কার হাত, সুুন্দর ভবিষ্যত।

আরও পড়ুন