রাঙামাটিতে ছাত্র ইউনিয়নের ২০তম সম্মেলন সম্পন্ন

NewsDetails_01

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
রাঙামাটিতে ছাত্র ইউনিয়নের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় রাঙামাটি শিল্পকলা একাডেমীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কমিউনিষ্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কমরেড বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম বলেন, ছাত্র ইউনিয়ন হচ্ছে তরুণ বুদ্ধিজীবিদের পাঠশালা। তিনি আরো বলেন, ছাত্র ইউনিয়ন শহিদুল্লাহ কায়সার, ঋত্বীক ঘটকের চেতনা ধারণ করে। কমরেড এসময় বলেন, সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে প্রপাগান্ডা চালাচ্ছে তা নিতান্ত তাদের ব্যাপার। কিন্তু এ রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে।
জেলা ছাত্র ইউনিয়নের সম্মেলনে এসময় বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম নাদিম,ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদি রুবেল,চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)শাখার সভাপতি অতুল ভৌমিক, কক্সবাজার জেলার সভাপতি সৌরভ দে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাঙামাটির আহবায়ক কলিন চাকমা প্রমুখ।
এর আগে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন কমরেড বীর মুক্তিযোদ্ধা শাহ আলম। উদ্বোধন পরবর্তী ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ শহরে একটি মিছিল বের করে।

আরও পড়ুন