রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানবন্ধন

NewsDetails_01

রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানবন্ধন
রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচির পালিত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসন প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়।
আলোড়ন নারী উন্নয়ন সংস্থার সভাপতি নুরজাহান পারুলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, রাঙামাটি মানবাধিকার সংস্থার চেয়ারম্যান রত্না রাণী দে, রাঙামাটি সদর থানা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মণিকা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য নারীদের নিজ যোগ্যতায় তৈরি হতে হবে। স্বাবলম্বী না হলে এগিয়ে যাওয়ার পথ দূরহ হবে। এজন্য নারীদের শিক্ষিত হয়ে দেশে ও জাতির জন্য কাজে নেমে পড়তে হবে, তাহলে এদেশ বিশ্বের উন্নয়নের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে। রাঙামাটিতে কর্মরত সংশ্লিষ্ট এনজিও এবং নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন