বিলাইছড়িতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

NewsDetails_01

Exif_JPEG_420
রাঙ্গামটির বিলাইছড়িতে তথ্য কমিশন বাংলাদেশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহিউদ্দিন শরীফ এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার প্রফেসর ড. খুরশীদা নাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমা । প্রধান অতিথি প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, উপজেলা সরকারী দপ্তর সমূহের কর্মকর্তা, স্কুল শিক্ষক ও এনজিও কর্মকর্তাদের তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে ধারনা দেন। তিনি বলেন, এ আইনের আওতায় তথ্য প্রাপ্তির উৎস,প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারনা দেওয়া আছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক তথ্য প্রদানে অস্বীকৃতি জানালে এতে আপিলের সুযোগ রয়েছে এবং অপরাধের শাস্তির বিধান রয়েছে।

আরও পড়ুন