পোষাক ছাড়া সিএনজি চালকরা গাড়ী চালাতে পারবেনা: কাপ্তাইয়ের ইউএনও

NewsDetails_01

কাপ্তাই বড়ইছড়ি সিএনজি চালকদের সাথে মতবিনিময়
এখন থেকে সিএনজি চালকরা পোষাক ছাড়া সিএনজি গাড়ী চালাতে পারবেনা। আজ সোমবার সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কাপ্তাই বড়ইছড়ি সিএনজি চালকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম একথা বলেন।
কাপ্তাই ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুছাইন চৌধুরী,৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,তথ্য কর্মকর্তা মো: হারুন, পুলিশ পরিদর্শক ( ট্রাফিক) মোখলেছুর রহমান, সাংবাদিক ঝুলন দত্ত, বড়ইছড়ি সিএনজি চালক সমিতির সভাপতি আকবর হোসেন,সাধারণ সম্পাদক মো: হাসেমসহ শতাধিক চালক উপস্থিত ছিলেন।
এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম আরো বলেন, সকলকে উপজেলা প্রশাসন থেকে মালিক সমিতির সহায়তায় পোষাক সংগ্রহ করা হবে। আইন মেনে গাড়ী চালালে কোন দূর্ঘটনা ঘটবে না।

আরও পড়ুন