শত শত ভক্তের উপস্থিতিতে মঙ্গল আরতি,দর্শন আরতি, গুরু পূজা,গিরিগোবর্ধন পূজা,গৌড়ীয় ভজন কীর্তন, আলোচনা এবং মহা প্রসাদ বিতরনের মাধ্যমে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার মিশন এলাকায় আজ নাম হট্র ভক্তবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হলো অন্নকূট মহোৎসব। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় বক্তা হিসাবে ভক্তবৃন্দের মাঝে কৃষ্ণ তত্ত্ব আলোচনা করেন হাটহাজারীর পুন্ডরীক ধামের অধ্যক্ষ ইসকনের চট্রগ্রাম অঞ্চলের কো- রিজিওন্যাল সেক্রেটারি শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারী। এই সময় কক্সবাজার ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ রাধা গোবিন্দ দাস ব্রক্ষচারী, রাউজান শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র মন্দিরের অধ্যক্ষ শ্রী পাদ লীলা বন্ধন কেশব দাস ব্রক্ষচারী, পুন্ডরীক ধাম শ্রী শ্রী প্রেমনিধি কালচারাল একাডেমীর পরিচালক শ্রীধর চৈতন্য দাস ব্রক্ষচারী উপস্থিত ছিলেন।
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।
Site Powered By DigitB