কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শন এবং কুইজ প্রতিযোগিতা

NewsDetails_01

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শন এবং কুইজ প্রতিযোগিতা
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ “একটি বাড়ী একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসুচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসুচী, বিনিয়োগ পরিবেশ এবং পরিবেশ সুরক্ষা বিষয়ে রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের বছরব্যাপী ধারাবাহিক কর্মসুচীর অংশ হিসাবে আজ মঙ্গলবার কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শন এবং ৯ম ও ১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় প্রায় ২ শতাধিক প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে কাপ্তাই তথ্য কর্মকর্তা মো: হারুন, স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য কাজী মাকসুদুর রহমান বাবুল, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসাম।

আরও পড়ুন