কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের ২০ পরিবারের হাতে শুকনা খাবার

NewsDetails_01

কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের ২০ পরিবারের হাতে শুকনা খাবার বিতরণ
সাম্প্রতিক পাহাড় ও ভুমিধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের ২০ পরিবার পেলো শুকনা খাবার।
সরকারের ত্রান ও পূর্নবাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম,চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, মুড়ি, চিড়া, লবন,চিনি,মোমবাতি, দিয়াশলাই তুলে দেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান, ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ,টেউটিন,শাড়ী,লুঙ্গি সহ নিত্য প্রয়োজনীয় ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।

আরও পড়ুন