উদীচী’র চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক উৎসব এবার রাঙামাটিতে

NewsDetails_01

উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক উৎসব আগামী ২৭ ও ২৮ অক্টোবর রাঙামাটিতে অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে উদীচী রাঙামাটি জেলা সংসদের উদ্যেগে বিভাগীয় সাংস্কৃতিক উৎসব প্রস্তুতি পরিষদের আহবায়ক কালায়ন চাকমার সভাপতিত্বে জেলা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বিভাগীয় কমিটির আহবায়ক ডা: চন্দন দাশ,জেলা সংসদের সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার।
সভায় সর্বস্মতিক্রমে ২৭ ও ২৮ অক্টোবর দুদিনব্যাপী বিভাগীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের তারিখ নির্ধারন করা হয়। সভায় বক্তারা ,বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টের ভাস্কর্য অপসারনের তীব্র প্রতিবাদ জানান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ডা: রঞ্জিত নাথ,সাগর পাল,নাজমুল হক হৃদয়, সুকুমার বড়ুয়া,সুজন বড়ুয়া,আশীষ কুমার চৌধুরী।

আরও পড়ুন