আগর চাষে হতাশ কৃষক

NewsDetails_01

কাপ্তাই আগর চাষীরা ব্যপক লোকসানের মুখে পড়েছে। কাপ্তাই এর কামাইল্যাছড়ি,ব্যঙছড়ি এবং শুকনাছড়িতে প্রায় ৪ শত ২৫ জন আগর চাষী ২০০ হেক্টর বন বিভাগের জমিতে বন বিভাগের সাথে অংশীদারিত্ব শর্তে আগর বনায়ন করেন।কিন্ত সরেজমিন বাগানে গিয়ে দেখা যায় ৬০% বাগানের গাছ মরে গেছে। বাকি যেই টুকু আছে সেই টুকু নষ্টের পথে। কাপ্তাই আগর সমিতির সভাপতি এবংকাপ্তাই জাতীয় উদ্যান কাপ্তাই রেন্জ সহ ব্যবস্হাপনা কমিটির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল এবং কাপ্তাই আগর সমিতির সাধারন সম্পাদক লোকমান আহমেদ জানান ২০০৭ -২০০৮ সাল হতে বন বিভাগের সাথে অংশীদারিত্বের শর্তে এই অঞ্চলের আগর চাষীরা লাভের আশায় আগর বাগান সৃজন করেন। দু:খের বিষয় হলো ৭ বছর পরে আগর গাছে পেরেক মারার কথা থাকলেও আজ অবদি বন বিভাগের পক্ষ হতে পেরেক মারা এবং প্রযুক্তিগত কোনো সহায়তা পাওয়া যায় নাই। তারা জানান আগর চাষীরা নিজেদের উদ্যোগে গত ১৮ জুন চট্রগ্রাম বন গবেষনা ইনষ্টিটিউটের বন রসায়ন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আগর বিশেষজ্ঞ ড: মো:জাকির হোসেনকে নিয়ে এসে কাপ্তাই ইউনিয়ন পরিষদে আগর চাষীদের প্রশিক্ষন প্রদান করার ব্যবস্হা করেন।প্রশিক্ষন শেষে ড: জাকির হোসেন আগর বাগান পরিদর্শনে গিয়ে দেখেন যে আগর গাছে মড়ক লেগেছে এবং তিনি গাছে পেরেক মারার পরামর্শ দেন। তার সাথে কামাইল্যাছড়ি বিট অফিসার আব্দুল ওয়াবও ছিলেন। এই বিষয়ে কাপ্তাই রেন্জের রেন্জ কর্মকর্তা শরীফুল ইসলামকে চাষীদের পক্ষ হতে অবগত করা হলে তিনি পরবর্তীতে দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে নিয়ে সম্ভাব্য করনীয় যা করার আশ্বাস দিলেও এখনোও পর্যন্ত আগর বাগান রক্ষায় বন বিভাগের তৎপরতা লক্ষ্য করা যায় নাই। এই বিষয়ে কাপ্তাই দক্ষিন বিভাগের সহকারী বন কর্মকর্তা সামশুল মুহিত চৌধুরীর নিকট জানতে চাইলে তিনি জানান এই বিষয়ে বাংলাদেশ বন গবেষনা ইনষ্টিটিউটের কতৃপক্ষের নিকট অবহিত করা হয়েছে। তিনি জানান এই বিষয়ে বন বিভাগ সবসময় চাষীদের পাশে থাকবে এবং সবধরনের সাহায্য সহোযোগীতা প্রদান করা হবে। কাপ্তাই এর আগর চাষীরা আগর বাগান বাঁচাতে বন বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।।

আরও পড়ুন