লামায় শ্রমিক লীগের সম্মেলনে কামাল সভাপতি, শাহারাজ সাধারন সম্পাদক

NewsDetails_01

লামায় শ্রমিক লীগের সম্মেলনে অতিথিরা
দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগের বান্দরবানের লামা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে মো. কামাল উদ্দিন, সাধারন সম্পাদক পদে মো. শাহারাজ উদ্দিন রানা ও সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহেদ উদ্দিন নির্বাচিত হয়।
সম্মেলন উপলক্ষে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আনিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুছা ফারুকী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সুব্রত দাশ ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, যুগ্ন-সাধারন সম্পাদক মোস্তফা জামাল ও বিজয় আইচ, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, জেলা শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক সুব্রত প্রিয় বড়–য়া, আওয়ামীলীগ নেতা আক্তার কামাল, ফাইতং ইউনিয়নের আওয়ামীলীগ নেতা শেখ এইচ এম আহছান উল্লাহ প্রমুখ।
আলোচনা সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে মো. কামাল উদ্দিন, সাধারন সম্পাদক পদে মো. শাহারাজ উদ্দিন রানা ও সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহেদ উদ্দিন নির্বাচিত হয়। পরে জেলা নেতৃবৃন্দ নব গঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে ৪৫ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন। সম্মেলনে তৃণমূল পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিমন্ত্রী বীর বাহাদুরের অক্লান্ত প্রচেষ্টায় বান্দরবান আজ আদর্শ জেলায় পরিণত হয়েছে। তার এ প্রচেষ্টায় গত কয়েক বছরে জেলার ৭টি উপজেলায় ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ মাদ্রাসা, সড়কসহ ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে। জেলার প্রতিটি উপজেলায় বসবাসকারি জনসাধারণের মানোন্নয়নে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ এগিয়ে চলছে।
তারা আরো বলেন, সকল বিবেধ ভুলে গিয়ে দলীয় স্বার্থে সুশৃঙ্খলভাবে সবাইকে এক যোগে কাজ করতে হবে, দলের কোন নেতাকর্মী শৃঙ্খলা ভঙ্গ করলে, তাকে দল থেকে বহিস্কার করা হবে।

আরও পড়ুন