রাঙামাটি আ.লীগের বর্ধিত সভায় অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি

NewsDetails_01

রাঙামাটি আ.লীগের বর্ধিত সভা
রাঙামাটি আ.লীগের বর্ধিত সভা
পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত ও জোরদার করাসহ অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবানের মধ্যদিয়ে রাঙামাটিতে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল দশটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মিলনায়তনে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
রাঙামাটি আওয়ামীলীগের বর্ধিত সভায় সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারসহ অন্যরা।
রাঙামাটি আওয়ামীলীগের বর্ধিত সভায় সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারসহ অন্যরা।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মূছা মাতব্বর এর সঞ্চালনায় বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজি কামাল উদ্দিন, সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, এবং পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কাউন্সিলকে কেন্দ্র করে আয়োজিত এই বর্ধিত সভায় সাংগঠনিক প্রতিবেদন পেশ, জেলা নেতৃবৃন্দের বক্তব্য প্রদান এবং শোক প্রস্তাব পাঠের মধ্যদিয়ে বুধবার দিনব্যাপী এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন