বীর বাহাদুরের পক্ষে ভোট চাইবেন প্রধানমন্ত্রী

NewsDetails_01

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বান্দরবানের সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি সাংবাদিকদের জানান।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ১৮ ডিসেম্বর বীর বাহাদুর উশৈ সিং এর পক্ষে বান্দরবানে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রী হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্স করবেন না তিনি। রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবন সুধা সদন থেকে বান্দরবান শহরের রাজার মাঠের জনসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর নিজ এলাকা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করেন শেখ হাসিনা। এরপর জেলার কোটালীপাড়ায় প্রথম নির্বাচনী সমাবেশে ভাষণ দেন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন