বান্দরবানে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

NewsDetails_01

বান্দরবানে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা প্রদান করছে পুলিশ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বুধবার বিকালে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে’র বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশে বাধার মুখে পড়ে দলটি। পরে ২নং গলির মুখে দলের নেতা-কর্মীদের নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো: ওসমান গণি সভাপতিত্বের বক্তব্য রাখেন, জেলা সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার,পৌর বিএনপি সভাপতি নুরুল ইসলাম,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রিটল বিশ্বাস,যুবদলের যুগ্ন আহবায়ক আবিদুর রহমান আবির,জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিনুল হক রিপনসহ অনেকে।
এসময় বক্তরা বলেন,এই সরকার অধীনে কোনদিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাবে না বিএনপি। নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বক্তরা আরো বলেন,অবিলম্বে তারেক রহমান নামে মিথ্যা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের করতে হবে। যদি তা না হলে আগামীতে কঠোর কর্মসূচী দেবে বলে হুশিয়ার উচ্চারণ করেন বক্তরা।
এসময় সভাপতি সমাপনী বক্তব্য আগে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মৃত্যুতে ১মিনিট নীরবতা পালন করেন দলটির।

আরও পড়ুন